বানিয়াচংয়ে জাতীয় ভোটার দিবস পালিত

শাহ সুমন, বানিয়াচং: সঠিক তথ্যে ভোটার হবো” স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব” এই স্লোগানকে সামনে রেখে বানিয়াচং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

(০২ মার্চ) রোজ শনিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ নির্বাচন অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আয়োজনে র্র্যালি আরম্ভ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা নির্বাচন অফিসে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ও সঞ্চালনায় সৈয়দ কামাল হোসেন উপজেলা নির্বাচন অফিসার।

এসময় উপস্থিত ছিলেন, সন্তোষ দাস অফিস সহকারী,সজল কান্তি গোপ,‌‌ বিশ্বজিৎ বৌমিক, সহকারী বি আর ডি,বি মৃনাল দেব পল্লী উন্নয়ন কর্মকর্তা‌, রাসেল মিয়া, এল জি,ডি, যোবলীগের সহ-সভাপতি মোঃ মাহমুদুর রহমান খান মাসুক,এডঃ আসাদুজ্জামান খাঁন তুহিন, মানবজমিন বানিয়াচং প্রতিনিধি, মোঃ মুখলেছ মিয়া, নূরুল ইসলাম, রাসেল মিয়া, লিমন মিয়া, পারভেজ, উজ্জ্বল মিয়া, সামসু খান, রায়হান, প্রমূখ।

দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের বায়োমেট্রিক গ্ৰহন, ভোটার সংশোধনী ও হস্তান্তর আবেদন সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয় নির্বাচন অফিস।

Facebook Comments Box
Share: