![InShot_20230121_175356894](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/01/InShot_20230121_175356894.jpg)
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতারণ করেছে সামাজিক উন্নয়ন মূলক সংগঠন আশার আলো ও স্বদেশ। শনিবার(২১ জানুয়ারী) সকালে বাসাবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে এসকল শিক্ষা উপকরণ বিতরন করা হয়।
স্বদেশ এর নির্বাহী পরিচালক কল্লোল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড: মোস্তা গাউছুল হক। এসময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন মোঃ পারভেজ তরফদার, কাকলী সরকার, তাপস কুমার পাল, এস.এম. রাজ, আশার আলোর সাধারণ সম্পাদক মল্লিক মাসুদ পারভেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বুলবুলসহ শিক্ষক, ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দরা। সংগঠন দুটি চলতি অর্থবছর সম্পূর্ণ নিজেস্ব অর্থায়নে দুই শতাধিক শিতার্থদের মাঝে কম্বল, চিকিৎসা অনুদান এবং স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে।