অসুস্থ হয়ে পড়ায় নাইজেরিয়ায় অপহরণের ২০ দিন পর ১২১ শিক্ষার্থীর ২৮ জনকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। দেশটির কাদুনা রাজ্যের একটি আবাসিক স্কুলে গত ৫ জুলাই হামলা চালিয়ে স্কুল ডর্মেটরি থেকে ওই শিক্ষার্থীদের অপহরণ করে বন্দুকধারীরা। উল্লেখ্য যে, গত সাত মাসে নাইজেরিয়ার ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে স্কুল শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটেছে।
চলতি জুলাইয়ের ৫ তারিখে কাদুনা রাজ্যের বেথেল ব্যাপ্টিস্ট হাইস্কুলের ছাত্রাবাসে হামলা চালায় বন্দুকধারীরা। রাতভর চালানো এ হামলায় ১২১ শিক্ষার্থীকে অপহরণ করে তারা। অপহৃতদের ২৮ জন অসুস্থ হয়ে পড়ায় গতকাল রোববার (২৫ জুলাই) তাদের মুক্তি দেয়া হয়।
মুক্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে অতিসত্ত্বর তাদের অভিভাবকের কাছে ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন বেথেল ব্যাপ্টিস্ট হাইস্কুলের চেয়ারম্যান রেভারেন্ড জন হায়াব। তিনি আরও বলেন, অপহৃত শিক্ষার্থীদের মাথাপিছু এক হাজার ২১৫ মার্কিন ডলার করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এখনও বাকি ৮০ জন শিক্ষার্থী অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছে নাইজেরিয়ান পুলিশ।