ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে দুই ফিলিস্তিনি। জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি হামলায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচে বেশি ফিলিস্তিনি মারা গেছে চলতি বছরে।
স্থানীয় সময় রবিবার মধ্যরাতে পশ্চিম তীরের নূর-শামস শরনার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনী অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। মাথায় গুলি লেগে দুইজন নিহত হন।
এ নিয়ে গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত ইসরাইলি আক্রমণে আট ফিলিস্তিনি নিহত হয়েছে।
পশ্চিম তীর কর্তৃপক্ষ জানিয়েছে, রাত দুইটায় সেনাবাহিনী অভিযান শুরু করে। ভেঙ্গে ফেলা হয়েছে কিছু ঘরবাড়িও । ইসরাইলি সেনাবাহিনীর দাবি, অভিযান চালিয়ে তারা একটি অপারেশন কমান্ড সেন্টার ধ্বংস করেছে এবং বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার করেছে।
এদিকে, উত্তেজনা বেড়েছে হামাস নিয়ন্ত্রিত গাজা ভূ-খন্ডেও। গেলো শনিবার ইসরাইলের সীমান্তে ফিলিস্তিনিরা বিক্ষোভ করলে ড্রোন হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। এতে শিশুসহ আহত হয় ১৩ ফিলিস্তিনি।