June 5, 2023, 1:41 pm
সর্বশেষ:
কয়লা সংকটে বন্ধ হলো পায়রা বিদ্যুৎ কেন্দ্র, বাড়তে পারে লোডশেডিং বিএনপির সময় দেশে প্রতিদিন ১৮ ঘন্টা বিদ্যুৎ ছিল না: আমু অনুমতির না পাওয়ায় এবার ছুটির দিন বিক্ষোভ কর্মসূচি পালন করতে চায় জামায়াত আমিরাতে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব উদযাপন কয়রায় আইনজীবীদের সাথে ইঞ্জিঃ প্রেম কুমারের মতবিনিময় ৪ দিন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা কালভার্ট নির্মানে অনিয়মে ফাটলে ঝুকিপূর্ণ কালভার্ট হাটহাজারী মাদ্রাসার নতুন মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী দুর্বৃত্তদের দেয়া বিষে চার লক্ষাধিক টাকার গাভির মৃত্যু, আরও ৫টি গাভি অসুস্থ চা শিল্পকে আরও এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

ঝিনাইদহে হ্যাপি ক্লাব ফাউন্ডেশনের উদ্যােগে ২ শতাধিক ঈদ উপহার বিতরণ

  • Last update: Wednesday, April 26, 2023

জিকু হাসান, ঝিনাইদহ : প্রতি ঈদের ন্যায় এবছরও দুঃস্থ অসহায় মানুষের সাথে ঈদের দিন আনন্দ ভাগাভাগি করে নিল হ্যাপি ক্লাব ফাউন্ডেশন।হ্যাপি ক্লাব ফাউন্ডেশন বিগত দুই বছর যাবৎ অসহায় বিপদগ্রস্ত মানুষের সাথে নিয়মিত সাহায্যে কাজ করে যাচ্ছে ।কভিড পরবর্তী সময় ঝিনাইদহের অল্প সংখ্যক তরুন মানবতার সেবায় এগিয়ে এসে প্রতিষ্ঠিত করে হ্যাপি ক্লাব ফাউন্ডেশন নামের সেচ্ছাসেবী সংগঠনটি।

ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি রাশিদ নাইব অনিক বলেন, কভিড আমাদের শিখিয়েছে একা সুখে থেকে শান্তি থাকে না মনে, সকলে নিয়ে সুখে থাকাই মণের প্রশান্তি।তাই আমরা বন্ধুমহল ছোট, বড় ভাইদের সমন্বয়ে এ মানবিক কাজে তারা এগিয়ে আসলে, আমার এগিয়ে যাওয়া আরো সহজ হয়ে যায়। তারা ভবিষ্যৎতেও অসহায় মানুষের পাশে থাকবে যেকোন প্রয়োজনে,সে ধারাবাহিকতায় এই ঈদে দুইশত দুঃস্থদের মাঝে এক কেজি গরুর মাংস এক প্যাকেট চাউল এক প্যাকেট সেমাই উপহার দেওয়া হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের নেতা হিসাবে পরিচিত জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু ।এছাড়াও হ্যাপি ক্লাবের সাধারণ সম্পাদক আজম ইয়ামিন, হ্যাপি ক্লাবের উপদেষ্টা মন্ডলির সদস্য জেএম ফাহাদ, জীবন হোসেন, ইমেজ কাইসার, আরো উপস্থিত ছিলেন হ্যাপি ক্লাবের সিরিয়ার মেম্বার নাফিস ইমতিয়াজ জিসান, এনকে অন্তর, সদর যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান সুমন,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সোহাগ, সাবেক ছাত্রনেতা মিলন মিয়া সহ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।।

Advertisements
Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC