March 30, 2023, 10:23 am

আমিরাতে মীরসরাই সমিতির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • Last update: Wednesday, February 1, 2023

সংযুক্ত আরব আমিরাতে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রামের মিরসরাই সমিতি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে শারজাহ বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হল রুমে এই উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সম্মাননা ও মেজবানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসবিজি ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব উর রহমান রুহেল। উদ্বোধক ছিলেন- চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য প্রদীপ রঞ্জণ চক্রবর্তী। সভাপতিত্ব করেন মিরসরাই সমিতির সভাপতি এম এ তাহের ভূঁইয়া।

Advertisements

সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আজমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, সমিতির প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জিয়া উদ্দিন, মীরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন সোহেল, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি প্রমুখ।

প্রধান অতিথি মাহবুব উর রহমান রুহেল বলেন, ‘অর্থনৈতিক অঞ্চলের কারণে চট্টগ্রামের মিরসরাইয়ে আগামী দশ বছরের মধ্যে ত্রিশ লাখ মানুষের কর্মসংস্থান হবে।বর্তমানে নাগরিক আছেন পাঁচ লাখের মতো। অন্যরা দেশ-বিদেশ থেকে কর্মের সন্ধানে এখানে (মীরসরাই) আসবেন। যার প্রেক্ষিতে মীরসরাই হবে একটি সুপরিকল্পিত নগরী। হতে হবে একটি স্মার্ট সিটি। বলা যায়, ঢাকা ও চট্টগ্রামের পর দেশের তৃতীয় বৃহত্তর শহর হবে মিরসরাই।’

Advertisements

এসময় তিনি কভিড পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও খাদ্য নিরাপত্তার উপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি বলেন, ‘করোনা পরবর্তী সময় প্রায় সব দেশেই চাপে পড়েছে। যেকারণে সবার আগে খাদ্য নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। কৃষি জমি অনাবাদি রাখা যাবে না। সাধ্যমতো চাষাবাদ করতে হবে।’

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দেশটির দুবাই, আবুধাবি, আল আইন, শারজাহ, আজমান, রাস আল খাইমাহসহ অন্যান্য প্রদেশ থেকে প্রায় ১৫’শ মীরসরাই প্রবাসী এতে অংশগ্রহণ করেন।

Advertisements

-প্রেস বিজ্ঞপ্তি

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC