March 24, 2023, 1:42 am
সর্বশেষ:
বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতিকে ঘৃণা করতে হবে: ওবায়দুল কাদের আওয়ামী লীগ ক্ষমতাকে জনগণের সেবা করার সুযোগ হিসেবে দেখে: প্রধানমন্ত্রী মৌলভীবাজারে ঝড়ের কবলে ৬শত পরিবার ক্ষতিগ্রস্ত মোরেলগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালন বানিয়াচং উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শার্শায় উন্মুক্ত কারিগরি ফ্রি ট্রেনিং সেন্টার উদ্বোধন ও গুণীজন সংবর্ধনা সিরাজগঞ্জে প্রতারক ও চোর চক্রের সক্রিয় ৭ সদস্যকে আটক করেছে র‍্যাব -১২ পসবিদ সংস্থার প্রধান নির্বাহী আজাদের বিরুদ্ধে অভিযোগ করে সংবাদ সম্মেলন আমিরাতে নানা আয়োজনে বাঁধন থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্পেনে সাংবাদিক ইকবাল করিম নিশানকে সংবর্ধনা দিল প্রবাসীরা

আওয়ামী লীগ হিরো আলমের কাছেও অসহায় পড়েছে: মির্জা ফখরুল

  • Last update: Saturday, February 4, 2023

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হিরো আলম হিরো হয়ে গেছে। কারণ, আওয়ামী লীগ হিরো আলমের কাছেও অসহায় পড়েছে। তারা হিরো আলমের কাছেও মাত্র ৮০০ ভোটে জিতেছে। তাও চুরির অভিযোগ এনেছেন হিরো আলম।’

রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

Advertisements

আজ দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে দশটি বিভাগীয় শহরে সমাবেশ শুরু হয়।

মির্জা ফখরুল বলেন, ‘এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তা উপনির্বাচনে আবারও প্রমাণিত। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। আমাদের আন্দোলন অব্যহত থাকবে।’

Advertisements

বিএনপি মহাসচিব বলেন, ‘এবার ইউনিয়ন থেকে আন্দোলন শুরু হবে। আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা শুরু হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘এ সরকার ফ্যাসিস্ট সরকার। জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় বসে আছে। এ আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন। আমরা অধিকার আদায়ের লড়াই করছি—ভোটের অধিকার, বাঁচার অধিকার, বাক-স্বাধীনতার অধিকার, মানবাধিকার রক্ষার অধিকার। আপনারা সবাই এ সরকারের বিরুদ্ধে লড়ে যাবেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘এ সরকার দেশের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন বিভাগকে ধ্বংস করে দিয়েছে। ১৯৭১ সালের চেতনা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

Advertisements

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির নেতা শিমুল বিশ্বাস প্রমুখ।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC