এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ফার্মেসি বিভাগের দুই শিক্ষক ২০২৩-২০২৪ অর্থবছরের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদান প্রকল্প পেয়েছেন। শিক্ষক দু’জন হচ্ছেন, ডঃ মোহাম্মদ জিয়া উদ্দিন ও প্রভাষক মোহাম্মদ নাজমুল ইসলাম।
“আনভেইলিং দ্যা প্রোবাব্যাল ম্যাকানিজম অফ এ্যাকশন ফর এন্টি-ডিপ্রেজেন্ট, এন্টিডায়াবেটিক এন্ড অক্সিডেটিভ স্ট্রেস প্রিভেন্টিং ক্যাপাসিটিজ অফ সিলেক্টেড মেডিসিন্যাল প্লান্ট্স” শিরোনামে প্রকল্পটির প্রধান ইনভেস্টিগেটর হিসেবে আছেন আইআইইউসির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মোঃ জিয়া উদ্দিন এবং সহযোগী ইনভেস্টিগেটর হিসেবে আছেন প্রভাষক মোহাম্মদ নাজমুল ইসলাম।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের বিশেষায়িত গবেষনা প্রকল্পের জন্য মনোনিত হওয়ায় শিক্ষক দু’জন কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গবেষনার প্রকল্পগুলো সময়োপযোগী যথার্থ মানের তথ্য উপাত্তসহ শেষ করার জন্য মহান মুনিবের সাহায্য কামনা করেন।
তাঁদের এই সাফল্যমন্ডিত অর্জন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, শিক্ষকদের গবেষণামূলক কার্যক্রম শিক্ষা ও শিক্ষার্থীদের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী গবেষণার মাধ্যমে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে এবং এই এগিয়ে যাওয়ার অংশ হতে পেরে আইআইইউসি পরিবার নিজেদেরকে গৌরবান্বিত মনে করছে এবং প্রকল্প পাওয়া শিক্ষকদের প্রকল্পের সাফল্য কামনা করছে।